ভালো বেতনে কাজ করে নিজের এবং পরিবারের স্বচ্ছলতা নিয়ে আসার জন্য আমাদের দেশ থেকে প্রতি বছর অনেক সংখ্যক মানুষ মধ্যপ্রাচ্যে পাড়ি জমায়। এছাড়াও, ইউরোপের অনেক দেশেও আমাদের দেশের প্রবাসীরা রয়েছেন।
তবে, বিদেশ যাওয়ার পূর্বে কোন দেশে কাজের বেতন ভালো তা জানা থাকলে অল্প সময়ে অধিক পরিমাণ টাকা উপার্জন করে দেশে নিয়ে আসা সম্ভব। তাই, যারা মধ্যপ্রাচ্যে যেতে চাচ্ছেন, কিন্তু মধ্যপ্রাচ্যের কোন দেশে কাজের বেতন ভালো জানেন না, তাদের জন্য এই পোস্ট। চলুন, বিস্তারিত জেনে নেয়া যাক।
মধ্যপ্রাচ্যের কোন দেশে কাজের বেতন ভালো
মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ যেমন- কাতার, কুয়েত, বাহরাইন, ওমান, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব ইত্যাদিতে অনেক ভালো বেতনে কাজ করা যায়। তবে, ভালো বেতনে কাজ করা বলতে শুধু বেশি বেতন পাওয়াকে বোঝানো হয়না। এসব দেশের মাঝে কিছু দেশে থাকা এবং খাওয়ার খরচ সহ অনেক প্রয়োজনীয় জিনিসের দাম কম।
অধিক পরিমাণে টাকা উপার্জন করেও যদি থাকা এবং খাওয়ার পাশাপাশি প্রয়োজনীয় জিনিসের দাম বেশি থাকে, তাহলে বেশি বেতনে কাজ করেও লাভ হয়না। এজন্য, বেতন ভালো হওয়ার পাশাপাশি জীবনধারণের ধরণ কম হতে হয়।
মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের মাঝে কুয়েতে অনেক ভালো বেতনে কাজ করা যায়। এছাড়া, কুয়েতে থাকা-খাওয়ার খরচ কম এবং বিভিন্ন প্রয়োজনীয় জিনিস কম দামে পাওয়া যায়। আবার, কাতার যেতে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের তুলনায় কম টাকা খরচ হয়। যদিও সৌদি আরবে এর থেকেও কমে যাওয়া যায়। তবে, সৌদি আরবের টাকার মান কম হওয়ার কারণে বেতন বেশি পেলেও তা কিছুটা কম হয়ে যায়।
মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের টাকার মান বিবেচনা করলে দেখা যায় কুয়েতি দিনারের দাম সবথেকে বেশি। এরপর স্থান রয়েছে বাহরাইন এর দিনারের। অতঃপর, কাতার, সৌদি আরব এবং অন্যান্য। অর্থাৎ, যেকোনো কাজের উপর দক্ষতা এবং অভিজ্ঞতা অর্জন করে কুয়েতে যেতে পারলে অল্প বেতনে কাজ করলেও তা বাংলাদেশি টাকা হিসেবে অনেক ভালো পরিমাণের বেতন হয়ে যাবে।
এছাড়া, কুয়েতে থাকা-খাওয়া এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসের দাম কম হওয়ার কারণে দেশে বেশি পরিমাণ টাকা পাঠানো যায়। কুয়েত ছাড়া কাতারের টাকার মানও বেশি থাকে। এছাড়া, বাহরাইনের টাকার মানও বেশি। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের মাঝে কুয়েত, বাহরাইন বা কাতার এসব দেশে যেতে পারেন।
কোন কাজের বেতন সবচেয়ে বেশি?
মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ইলেক্ট্রনিক্স এর কাজ, প্লাম্বার এর কাজ, কন্সট্রাকশন এর কাজে সবথেকে বেশি বেতন পাওয়া যায়। যারা প্রবাসে যাওয়ার পূর্বে এসব কাজের উপর ট্রেনিং নিতে পারবে এবং কিছুটা হলেও দক্ষতা অর্জন করে যেতে পারবে, তারা সবথেকে ভালো বেতনে কাজ করতে পারবে।
যেকোনো কাজের উপর অভিজ্ঞতা থাকলে শুরুর বেতন অনেক ভালো পাওয়া যায়। এছাড়া, কাজ করতে করতে প্রোমোশন পেয়েও বেতন বৃদ্ধি পায়। তাই, মধ্যপ্রাচ্যে যেতে চাইলে ইলেক্ট্রনিক্স/প্লাম্বার/কন্সট্রাকশন এর কাজের উপর ট্রেনিং নিয়ে দক্ষতা অর্জন করে যেতে হবে।
এসব কাজ শিখে কুয়েত/বাহরাইন/কাতার যেতে পারলে প্রতি মাসে বাংলাদেশি টাকায় ৮০ হাজার টাকা থেকে ১ লক্ষ টাকা অব্দি বেতন পাওয়া যাবে। এছাড়াও, কাজের উপর দক্ষতার উপর নির্ভর করে বেতন কম বা বেশি হতে পারে। তবে, এসব দেশে শুরুর দিকে বেতন ৪০ হাজার থেকে ৬০ হাজার অব্দি হয়ে থাকে। কাজের উপর অভিজ্ঞতা অর্জন করলে বেতন ধীরে ধীরে আরও বৃদ্ধি পায়।
তাই, আপনি যদি ভালো বেতনে কাজ করার জন্য মধ্যপ্রাচ্যের যেকোনো দেশে যেতে ইচ্ছুক হন, তাহলে কুয়েত/কাতার/বাহরাইন যেতে পারেন। এসব দেশের টাকার মান বেশি এবং অনেক ভালো বেতনে কাজ পাওয়া যায়। তবে, প্রবাসে যাওয়ার পূর্বে অবশ্যই যে কাজের উদ্দেশ্যে যাচ্ছেন, সেই কাজের উপর ট্রেনিং নিয়ে দক্ষতা অর্জন করে যেতে হবে। তবেই, ভালো বেতনে কাজ করতে পারবেন।