বিদেশ থেকে বৈধভাবে স্বর্ণ আনার নিয়ম
বিদেশ থেকে বাংলাদেশে স্বর্ণ আনতে চান? বিমানবন্দরে ঝামেলা এড়াতে এবং বৈধভাবে স্বর্ণ দেশে প্রবেশ করাতে হলে আপনাকে অবশ্যই কিছু নিয়ম কানুন মেনে চলতে হবে। কী কী নিয়ম মানতে হবে সেগুলো জানতে পারবেন এই পোস্টে।
ব্যাগেজ বিধিমালা অনুযায়ী ব্যক্তিগত ব্যবহারের জন্য বিদেশ থেকে আগত যাত্রীরা নির্দিষ্ট পরিমাণ স্বর্ণ শুল্কমুক্তভাবে আনতে পারেন। এছাড়া নির্দিষ্ট পরিমাণ স্বর্ণ শুল্ক পরিশোধের মাধ্যমেও আনতে পারেন। তবে এই নিয়মকানুন সম্পর্কে সঠিক ধারণা না থাকলে অনেকেই বিমানবন্দরে বিভিন্ন জটিলতার সম্মুখীন হন।
এই ব্লগ পোস্টে আমরা বিদেশ থেকে বৈধভাবে স্বর্ণ আনার নিয়মগুলো বিস্তারিত আলোচনা করব। যারা বিদেশ থেকে বাংলাদেশে স্বর্ণ নিয়ে আসতে চাচ্ছেন, তারা পোস্টটি শেষ অব্দি পড়বেন। নয়তো বাংলাদেশে স্বর্ণ নিয়ে আসার সময় এয়ারপোর্টে সমস্যার সম্মুখীন হতে হবে।
বিদেশ থেকে বৈধভাবে স্বর্ণ আনার নিয়ম
বর্তমানে একজন প্রাপ্তবয়স্ক যাত্রী বিদেশ থেকে আসার সময় ১০০ গ্রাম (প্রায় সাড়ে ৮ ভরি) পর্যন্ত স্বর্ণালংকার শুল্কমুক্তভাবে আনতে পারবেন। এই সুবিধার অপব্যবহার রোধ করতে ব্যাগেজ বিধিমালায় স্বর্ণালংকারের একটি সংজ্ঞা যোগ করা হয়েছে।
এই সংজ্ঞা অনুযায়ী, ২২ ক্যারেট বা তার চেয়ে কম ক্যারেটের স্বর্ণ দ্বারা তৈরি নকশাখচিত ও পরিধানযোগ্য অলংকারই স্বর্ণালংকার হিসেবে গণ্য হবে। ২৪ ক্যারেটের স্বর্ণ দিয়ে তৈরি কোনো কিছু অলংকার হিসেবে গণ্য হবে না। উল্লেখ্য যে, শুল্কমুক্ত সুবিধার ক্ষেত্রে এক ধরনের অলংকার ১২টির বেশি আনা যাবে না।
শুল্কমুক্ত সুবিধার চাইতে অতিরিক্ত আরও স্বর্ণ আনতে চাইলে আপনাকে শুল্ক পরিশোধ করতে হবে। ব্যাগেজ বিধিমালা অনুযায়ী, একজন যাত্রী নির্দিষ্ট পরিমাণ গোল্ডবার শুল্ক পরিশোধের মাধ্যমে আনতে পারবেন।
বর্তমানে, একজন যাত্রী সর্বোচ্চ ১১৭ গ্রাম (প্রায় ১০ ভরি) ওজনের গোল্ডবার শুল্ক পরিশোধ করে আনতে পারেন। প্রতি ১১.৬৬৪ গ্রাম (১ ভরি) স্বর্ণের জন্য ৪,০০০ টাকা শুল্ক নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ সরকার। অর্থাৎ, ১১৭ গ্রাম গোল্ডবার আনতে চাইলে প্রায় ৪০,০০০ টাকা শুল্ক দিতে হবে। এই নির্ধারিত পরিমাণের বেশি গোল্ডবার আনলে সেগুলো বাজেয়াপ্ত করা হবে।
অর্থাৎ, ২২ ক্যারেট বা তার থেকে কম ক্যারেটের স্বর্ণ দ্বারা তৈরি অলংকার মোট ১০০ গ্রাম শুল্ক প্রদান ছাড়াই আনতে পারবেন এবং গোল্ডবার আনতে চাইলে মোট ১১৭ গ্রাম গোল্ডবার আনতে পারবেন। তবে, গোল্ডবারের ক্ষেত্রে প্রতি এক ভরির জন্য ৪ হাজার টাকা শুল্ক প্রদান করতে হবে।
শুল্ক ছাড়া কতটুকু স্বর্ণ আনা যায়
শুল্ক প্রদান করা ছাড়া বিদেশ থেকে একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি মোট ১০০ গ্রাম স্বর্ণ (প্রায় সাড়ে আট ভরি) নিয়ে আসতে পারবেন। এর থেকে বেশি পরিমাণে স্বর্ণ আনা যাবেনা। তবে, এই স্বর্ণ আবার গোল্ডবার আকারে নিয়ে আসা যাবেনা। গোল্ডবার আকারে নিয়ে আসলে প্রতি ভর্তি স্বর্ণের জন্য ৪ হাজার টাকা শুল্ক দিতে হবে।
শুল্ক ছাড়া সর্বোচ্চ ১০০ গ্রাম স্বর্ণ অলংকার হিসেবে আনা যাবে। তবে, সেই অলংকার হতে হবে ২২ ক্যারেট স্বর্ণ বা তার থেকে কম ক্যারেটের স্বর্ণ দিয়ে তৈরি। ২৪ ক্যারেটের স্বর্ণ দিয়ে তৈরি কোনো অলংকার নিয়ে আসা যাবেনা।
সৌদি আরব থেকে কত গ্রাম স্বর্ণ নেওয়া যায় বাংলাদেশে
সৌদি আরব থেকে শুল্ক ছাড়া সর্বোচ্চ ১০০ গ্রাম স্বর্ণ বাংলাদেশে নিয়ে আসতে পারবেন। তবে, শুল্ক প্রদান করতে চাইলে আরও ১১৭ গ্রাম স্বর্ণ গোল্ডবার আকারে নিয়ে আসতে পারবেন। সেক্ষেত্রে, প্রতি ভরি গোল্ডবারের জন্য ৪ হাজার টাকা শুল্ক প্রদান করতে হবে।
অর্থাৎ, সৌদি আরব থেকে একজন ব্যক্তি মোট ২১৭ গ্রাম স্বর্ণ নিয়ে আসতে পারবেন। তবে, ১১৭ গ্রাম স্বর্ণের জন্য শুল্ক প্রদান করতে হবে। যদি শুধু শুল্ক ছাড়া স্বর্ণ আনতে চান, তাহলে ১০০ গ্রাম স্বর্ণ আনতে পারবেন। ১০০ গ্রাম স্বর্ণ ২২ ক্যারেট বা তার থেকে কম ক্যারেটের স্বর্ণের তৈরি অলংকার হতে হবে। গোল্ডবার হওয়া যাবেনা।
বাংলাদেশ এয়ারপোর্ট নতুন ব্যাগেজ বিধিমালা 2025
বিদেশ ফেরত যাত্রীদের জন্য বাংলাদেশ সরকার ২০২৪-২৫ অর্থবছরের বাজেট ঘোষণার সাথে সাথে ব্যাগেজ বিধিমালায় বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে। এই নতুন বিধিমালাটি বিদেশ ফেরত যাত্রীদের সুবিধার পাশাপাশি শুল্ক ফাঁকি দিয়ে কেউ যেন চোরাইভাবে দেশে স্বর্ণ না ঢুকাতে পারে সে উদ্দেশ্যে প্রণয়ন করা হয়েছে।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সহ দেশের সকল আন্তর্জাতিক বিমানবন্দরে এই বিধিমালা কার্যকর হবে। বিদেশ থেকে আগত সকল যাত্রীর জন্যই এই নিয়মগুলো জানা অত্যন্ত জরুরি।
নতুন ব্যাগেজ বিধিমালায় বলা হয়েছে, একজন বিদেশ ফেরত যাত্রী সর্বোচ্চ ১০০ গ্রাম স্বর্ণালংকার শুল্কমুক্তভাবে নিয়ে আসতে পারবে। ২২ ক্যারেট বা তার কম ক্যারেটের স্বর্ণ দিয়ে তৈরি অলংকার হতে হবে। শুল্কমুক্তভাবে ১০০ গ্রামের বেশি নিয়ে আসতে চাইলে ১০০ গ্রামের অতিরিক্তগুলো বাজেয়াপ্ত করা হবে।
এছাড়া, শুল্ক দিয়ে গোল্ডবার নিয়ে আসা যাবে। সেক্ষেত্রে, সর্বোচ্চ ১১৭ গ্রাম গোল্ডবার নিয়ে আসা যাবে। প্রতি ভরি গোল্ডবারের জন্য ৪ হাজার টাকা শুল্ক প্রদান করতে হবে। পূর্বে ব্যাগেজ বিধিমালা অনুযায়ী শুল্কযুক্ত স্বর্ণের ক্ষেত্রে প্রতি ভরি স্বর্ণের জন্য শুল্কের পরিমাণ কম থাকলেও ২০২৪ সালে তা বৃদ্ধি করে ৪ হাজার টাকা করা হয়েছে।
দুবাই থেকে বৈধভাবে কত ভরি স্বর্ণ আনা যায়?
দুবাই থেকে বৈধভাবে শুল্কমুক্ত সর্বোচ্চ ১০০ গ্রাম স্বর্ণালংকার আনা যায়। ২২ ক্যারেট কিংবা তার থেকে কম ক্যারেটের সোনা দিয়ে তৈরি স্বর্ণালংকার হতে হবে এবং কোনোভাবেই ২৪ ক্যারেট হওয়া যাবেনা। ২৪ ক্যারেট হলে কিংবা ১০০ গ্রামের বেশি হলে সেসব স্বর্ণ বাজেয়াপ্ত করা হতে পারে এবং জেল কিংবা জরিমানা হতে পারে।তাই, বিদেশ ফেরত যাত্রীদের স্বর্ণ আনার আগে এসব বিষয় জেনে রাখা আবশ্যক।
এছাড়া, দুবাই থেকে বৈধভাবে আরও ১১৭ গ্রাম স্বর্ণ নিয়ে আসা যাবে। তবে, সেগুলো গোল্ড বার আকারে আনা যাবে। গোল্ডবার আনতে চাইলে প্রতি ভরির জন্য ৪ হাজার টাকা করে শুল্ক দিতে হবে। অর্থাৎ, মোট ২১৭ গ্রাম স্বর্ণ আনতে পারবেন। যেখানে, ১০০ গ্রাম শুল্কমুক্ত এবং ১১৭ গ্রাম শুল্কযুক্ত।
বাংলাদেশের বিমানবন্দরে সোনার বার নেওয়া যাবে কি?
বাংলাদেশের বিমানবন্দরে সোনার বার নিতে পারবেন। তবে, শুল্ক প্রদান করতে হবে। এক্ষেত্রে, বিদেশ থেকে সোনার বার আনতে পারবেন সর্বোচ্চ ১১৭ গ্রাম। প্রতি ভরি সোনার বারের জন্য ৪ হাজার টাকা শুল্ক প্রদান করতে হবে। ১১৭ গ্রামের বেশি সোনার বার নিয়ে আসলে তা বাজেয়াপ্ত করা হবে। পাশাপাশি, জেল কিংবা জরিমানাও হতে পারে।
স্বর্ণালংকার বা স্বর্ণের বার বিদেশ থেকে নিয়ে আসতে চাইলে অবশ্যই ঘোষণা দিতে হবে। ঘোষণা ছাড়া স্বর্ণ নিয়ে আসলে তা আইনত দণ্ডনীয় হিসেবে গণ্য হবে এবং স্বর্ণ বাজেয়াপ্ত করার পাশাপাশি জেল ও জরিমানা হতে পারে। তাই, বিদেশ থেকে স্বর্ণ আনতে চাইলে তা শুল্কমুক্ত হোক কিংবা শুল্কযুক্ত, অবশ্যই বিমানবন্দরে আসার সাথে সাথে ঘোষণা দিতে হবে।
শেষ কথা
বিদেশ থেকে বৈধভাবে স্বর্ণ আনার নিয়ম এবং বাংলাদেশ এয়ারপোর্ট নতুন ব্যাগেজ বিধিমালা শেয়ার করা হয়েছে এই পোস্টে। যারা বিদেশ থেকে বাংলাদেশে স্বর্ণ নিয়ে আসতে চাচ্ছেন, তাদের জন্য এই পোস্টটি অতি গুরুত্বপূর্ণ। কারণ, আপনি যদি ব্যাগেজ বিধিমালা না জেনে স্বর্ণ নিয়ে আসেন এবং নিয়ম না মানেন, তাহলে আপনার নিয়ে আসা স্বর্ণ বাজেয়াপ্ত করার পাশাপাশি জেল এবং জরিমানা হতে পারে।
FAQ
১০০ গ্রাম গোল্ড কত ভরি?
১০০ গ্রাম গোল্ড প্রায় সাড়ে আট ভরি। অথবা এভাবে বলা যায় যে ১০০ গ্রাম স্বর্ণ সমান প্রায় ৮.৫৭ ভরি।
কত গহনা বহন করা যাবে?
বিদেশ থেকে আসার সময় শুল্কমুক্তভাবে মোট ১০০ গ্রাম স্বর্ণালংকার বহন করা যাবে। শুল্ক দিতে চাইলে আরও ১১৭ গ্রাম গোল্ডবার বহন করে বাংলাদেশে নিয়ে আস্তে পারবেন।