বিকাশে ডিপিএস করার নিয়ম

বিকাশে ডিপিএস করার নিয়ম

বিকাশে ডিপিএফ করতে চাচ্ছেন কিন্তু ডিপিএস করার নিয়ম জানেন না? বিকাশ অ্যাপের মাধ্যমে  ব্র্যাক ব্যাংক পিএলসি, আইডিএলসি ফাইন্যান্স পিএলসি ও ঢাকা ব্যাংক পিএলসিতে ডিপিএস খুলতে পারবেন খুব সহজে।

সাপ্তাহিক এবং মাসিক কিস্তির ধরন অনুযায়ী আপনার বিকাশ অ্যাপ থেকেই ডিপিএস এর টাকা জমা দিতে পারবেন। কোনো কাগজপত্রের ঝামেলা নেই, ডিপিএস এর মেয়াদ শেষ হলে ফ্রিতেই ডিপিএস এর টাকা ক্যাশ আউট করতে পারবেন ফ্রিতে। এছাড়াও, আপনি চাইলে ৬ মাস কিংবা ১২ মাস মেয়াদে ডিপিএস করতে পারবেন।

বিকাশে ডিপিএস করার নিয়ম

ঘরে বসে বিকাশে ডিপিএস করতে পারবেন যে কেউ। প্রতি সপ্তাহে ২৫০/৫০০/১,০০০/২,০০০/৫,০০০ টাকা জমা করার মাধ্যমে সর্বনিম্ন ৬ মাস থেকে ১২ মাস মেয়াদের ডিপিএস করতে পারবেন। ডিপিএস এর মেয়াদ শেষে লাভসহ পুরো টাকা ক্যাশআউট করতে পারবেন একদম ফ্রিতে। এছাড়া, বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী আবগারি শুল্ক ও এআইটি প্রযোজ্য হবে।

বিকাশ অ্যাপ দিয়ে ডিপিএস আবেদন করার নিয়ম নিম্নরূপ —

  • বিকাশ অ্যাপ ওপেন করে হোমস্ক্রিনে ‘সেভিংস’ অপশনে ক্লিক করুন।
  • এবার ‘নতুন সেভিংস খুলুন’ অপশনটিতে ট্যাপ করুন।
  • সেভিংস স্কিমের ধরন হিসেবে “ডিপিএস” বেছে নিন।
  • সেভিংসের মেয়াদ(৬ বা ১২ মাস), জমা দেওয়ার পদ্ধতি হিসেবে ‘সাপ্তাহিক’ অপশনটি সিলেক্ট করুন।
  • প্রতি সপ্তাহে আপনি যে পরিমাণ টাকা (২৫০/৫০০/১,০০০/২,০০০/৫,০০০ টাকা) জমাতে ইচ্ছুক, তা সিলেক্ট করুন।
  • ব্যাংকের তালিকা থেকে আপনার পছন্দের ব্যাংক সিলেক্ট করুন।
  • নমিনি সিলেক্ট করুন বা নতুন নমিনি যুক্ত করুন।
  • ডিপিএস এর সকল বিস্তারিত তথ্য দেখে এগিয়ে যান।
  • আপনার বিকাশ অ্যাকাউন্টের পিন নম্বরটি দিন।
  • স্ক্রিনের নিচের নির্দিষ্ট স্থানে ট্যাপ করে ধরে রাখলেই ডিপিএস আবেদন সাবমিট হয়ে যাবে।
  • ডিপিএস খোলার আবেদনটি সফল হলে বিকাশ থেকে কনফার্মেশন এসএমএস পাবেন।

উপরোক্ত এই পদ্ধতিগুলো অনুসরণ করে বিকাশ অ্যাপ দিয়ে ব্র্যাক ব্যাংক পিএলসি, আইডিএলসি ফাইন্যান্স পিএলসি ও ঢাকা ব্যাংক পিএলসিতে ডিপিএস হিসাব খুলতে পারবেন এবং প্রতি সপ্তাহে বা প্রতি মাসে ডিপিএস এর টাকা জমা করতে পারবেন বিকাশ অ্যাপ থেকেই।

যে মেয়াদ সিলেক্ট করবেন, উক্ত মেয়াদ পূর্ণ হয়ে গেলে লাভের টাকা সহ পুরো টাকা বিকাশ অ্যাপে নিয়ে ক্যাশ আউট চার্জ ছাড়াই বের করতে পারবেন। ডিপিএস এর টাকা বিকাশ এর মাধ্যমে অন্য ব্যাংকে জমা হবে। তাই, আবেদন করার সময় শর্তাবলিগুলো পড়ে নেয়ার চেষ্টা করবেন।

বিকাশ ডিপিএস এর মুনাফার হার

বিকাশ অ্যাপ থেকে মোট তিনটি ব্যাংকে ডিপিএস করা যায়। এক্ষেত্রে, আইডিএলসি ফাইন্যান্স পিএলসি তে ৬ মাস মেয়াদের ডিপিএসে ৮.৭৫% মুনাফার হার প্রযোজ্য হবে। একইভাবে ঢাকা ব্যাংক পিএলসি তে ৮.৫% মুনাফার হার প্রযোজ্য হবে এবং ব্র্যাক ব্যাংক পিএলসি তে ৮.০% মুনাফার হার প্রযোজ্য হবে। 

তবে, আপনি যদি ১২ মাস মেয়াদের ডিপিএস করেন, সেক্ষেত্রে আইডিএলসি ফাইন্যান্স পিএলসি তে ৯.২৫% মুনাফার হার প্রযোজ্য হবে। একইভাবে ঢাকা ব্যাংক পিএলসি তে ৯.০% মুনাফার হার প্রযোজ্য হবে এবং ব্র্যাক ব্যাংক পিএলসি তে ৮.৫% মুনাফার হার প্রযোজ্য হবে। 

একইভাবে, আপনি যদি মাসিক জমা পদ্ধতিতে বিকাশে ডিপিএস করেন, আরও কিছু ব্যাংকে ডিপিএস জমা করতে পারবেন। মাসিক ভিত্তিতে সর্বোচ্চ ৪৮ মাস পর্যন্ত ডিপিএস করা যায়। ডিপিএস এর মেয়াদ বেশিদিন হলে মুনাফার হার বেশি পাওয়া যায়। ডিপিএস এর আবেদন করার সময় ডিপিএস এর ধরণ, মেয়াদ এবং পরিমাণ সিলেক্ট করার সময় মুনাফার হার কোন ব্যাংক থেকে কত শতাংশ দেয়া হবে তা দেখতে পারবেন। 

শেষ কথা

বিকাশ অ্যাপ থেকে কয়েকটি ব্যাংকে ডিপিএস করা যায়। ডিপিএস আবেদন করার সময় মেয়াদ, জমার পরিমাণ এবং ডিপিএস এর ধরনের উপর নির্ভর করে মুনাফার হার পরিবর্তিত হবে। তাই, ডিপিএস আবেদন করার সময় তথ্যগুলো যাচাই-বাছাই করে এরপর আবেদন সম্পন্ন করুন। 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *