সহজে জাপানি ভাষা শেখার উপায়
জাপানের সংস্কৃতি, অ্যানিমে, খাবার কিংবা প্রযুক্তির প্রতি ভালোবাসা থেকে অনেকেই জাপানি ভাষা শেখার স্বপ্ন দেখেন। আবার অনেকেই জাপানে পড়ালেখা কিংবা কাজের জন্য যাওয়ার জন্য জাপানি ভাষা শেখার ইচ্ছে পোষণ করেন। কিন্তু হিজিবিজি কাঞ্জি আর অদ্ভুত উচ্চারণের কথা ভেবে অনেকেই শুরু করার আগেই ভয় পেয়ে যান।
সত্যি বলতে, সঠিক কৌশল জানা থাকলে জাপানি ভাষা শেখাটা কিন্তু মোটেও অসম্ভব কিছু নয়। আপনি যদি একদম শূন্য থেকে শুরু করতে চান, তাহলে আজকের এই পোস্টটি আপনার জন্য। এখানে আমরা এমন কিছু সহজ উপায় নিয়ে আলোচনা করব যা আপনাকে জাপানি ভাষা শিখতে দারুণভাবে সাহায্য করবে। চলুন, শুরু করা যাক!
সহজে জাপানি ভাষা শেখার উপায়
সহজে জাপানি ভাষা শেখার জন্য শুরুতে জাপানি বর্ণমালা শিখতে হবে। এরপর, বর্ণনামালা লেখা এবং পড়ার অভ্যাস করতে হবে। এই ধাপ পেড়িয়ে গেলে জাপানি বর্ণমালার বাক্য গঠন শিখতে হবে এবং ব্যাকরণ শিখতে হবে। অতঃপর, ধৈর্য ধরে প্রতিনিয়ত প্রাকটিস করলে সহজেই জাপানি ভাষা শেখা যাবে। নিচে বেশ কয়েকটি ধাপ উল্লেখ করে দেয়া হয়েছে।
জাপানি বর্ণমালা
যেকোনো ভাষা শেখার প্রথম ধাপ হলো উক্ত ভাষার বর্ণমালা আয়ত্ত করা। জাপানি ভাষায় লেখার জন্য তিনটি আলাদা বর্ণমালা রয়েছে। এগুলো হলো:
- হিরাগানা
- কাতাকানা
- কাঞ্জি
হিরাগানা
হিরাগানা হলো জাপানের মূল বর্ণমালা। জাপানি ভাষার যেকোনো শব্দই হিরাগানা দিয়ে লেখা যায়। তাই জাপানি ভাষা শেখার শুরুটা সব সময় হিরাগানা দিয়েই করতে হবে। এটি অনেকটা আমাদের স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণের মতো।
কাতাকানা
বিদেশি শব্দ, নাম বা বিশেষ কোনো শব্দ লেখার জন্য কাতাকানা ব্যবহার করা হয়। হিরাগানা শেখা হয়ে গেলে কাতাকানা শিখতে খুব বেশি সময় লাগে না, কারণ দুটোর উচ্চারণ একই।
কাঞ্জি
এগুলো হলো চিত্রভিত্তিক চাইনিজ অক্ষর। একেকটি কাঞ্জির একেকটি অর্থ আছে। হাজার হাজার কাঞ্জি থাকলেও শুরুতে ভয় পাওয়ার কিছু নেই। দৈনন্দিন জীবনে ব্যবহৃত হয় এমন ১০০-২০০টি বেসিক কাঞ্জি শিখলেই আপনি অনেক দূর এগিয়ে যাবেন।
প্রথমেই এই তিনটি বর্ণমালা ভালো করে শিখুন। বিশেষ করে হিরাগানা ও কাতাকানা ভালোভাবে শিখুন এবং এসব বর্ণমালা লেখা ও পড়ার অভ্যাস করুন।
বেসিক গ্রামার ও বাক্য গঠন
জাপানি ভাষা শেখা শুরু করলে আগে বর্ণমালা আয়ত্ত করতে হয়। বর্ণমালা পড়তে এবং লিখতে পারলে এরপর বেসিক গ্রামার সম্পর্কে শিখতে হবে এবং বাক্য গঠন শিখতে হবে। বর্ণমালা দিয়ে আমরা সহজেই বাক্য গঠন করতে পারবো। এছাড়া, বেসিক গ্রামার জানা থাকলে সহজেই বাক্য গঠন করা যাবে।
বর্ণমালা শেখা হলে বেসিক গ্রামার শিখতে হবে। এজন্য নিয়মিত সময় দিতে হবে এবং প্রাকটিস করতে হবে। প্রতিদিনের প্রয়োজনীয় কথা বলার জন্য যেসব গ্রামার বা ব্যাকরণ প্রয়োজন, সেগুলো শিখতে পারলে বাক্য গঠন করা সহজ হবে।
শোনার ও বলার অভ্যাস তৈরি করুন
ভাষা শুধু পড়া বা লেখার বিষয় নয়, এটি শোনার এবং বলারও। প্রতিদিন অন্তত ১৫-২০ মিনিট জাপানি ভাষায় কিছু শোনার চেষ্টা করুন। এর জন্য আপনি অ্যানিমে দেখতে পারেন। জাপানি ভাষা শেখার সবচেয়ে মজার একটি উপায় হলো সাবটাইটেলসহ অ্যানিমে দেখা। এতে আপনি কথোপকথনের ধরণ এবং সঠিক উচ্চারণ সম্পর্কে ধারণা পাবেন।
নতুনদের জন্য বানানো অনেক জাপানি পডকাস্ট রয়েছে। এছাড়া জাপানি গান শুনলেও ভাষার ছন্দের সাথে পরিচিত হতে পারবেন। জাপানি ভাষা বলার অভ্যাস করতে লজ্জা পাবেন না। শুরুতে ভুল হবেই। একা একাই ছোট ছোট বাক্য বলুন, নিজের ভয়েস রেকর্ড করে শুনুন। সম্ভব হলে জাপানি ভাষা শেখার যেকোনো কোর্সে ভর্তি হয়ে চর্চা করতে পারেন।
প্রয়োজনীয় রিসোর্স ও মাধ্যম ব্যবহার করুন
এখন ঘরে বসেই ভাষা শেখার জন্য অনেক ভালো রিসোর্স পাওয়া যায়। জাপানি ভাষা শেখার জন্য বিভিন্ন মোবাইল অ্যাপ রয়েছে। যেমন- Duolingo, Memrise, Anki ইত্যাদি। এসব অ্যাপ ব্যবহার করে জাপানি ভাষা শিখতে পারবেন। এছাড়াও, “Minna no Nihongo” বইটি ব্যবহার করেও জাপানি ভাষা শিখতে পারবেন। এই বইটির বাংলা ভার্সন রয়েছে।
মোবাইল অ্যাপ ব্যবহার এবং বই পড়ার পাশাপাশি বিভিন্ন ইউটিউব চ্যানেল রয়েছে, এসব চ্যানেলে ইংরেজি থেকে জাপানি ভাষা বা বাংলা থেকে জাপানি ভাষা শেখানো হয়। এসব চ্যানেল দেখেও জাপানি ভাষা শিখতে পারবেন।