ব্র্যাক ব্যাংকে স্টুডেন্ট একাউন্ট করার নিয়ম
ব্র্যাক ব্যাংকে স্টুডেন্ট একাউন্ট খুলতে চাচ্ছেন কিন্তু একাউন্ট খোলার নিয়ম জানেন না? সরাসরি ব্রাঞ্চে গিয়ে কিংবা অনলাইনে ব্র্যাক ব্যাংক স্টুডেন্ট একাউন্ট খোলার নিয়ম জানতে পারবেন এই পোস্টে।
ব্র্যাক ব্যাংক পিএলসি বাংলাদেশের সেরা ব্যাংকগুলোর মাঝে একটি। ব্র্যাক ব্যাংক থেকে বিভিন্ন ধরনের হিসাব অফার করা হয়ে থাকে গ্রাহকদের জন্য। স্কুল এবং কলেজের শিক্ষার্থীদের জন্য ব্র্যাক ব্যাংকের রয়েছে আগামী সেভার্স একাউন্ট। যথাযথ তথ্য দিয়ে একজন স্টুডেন্ট চাইলেই এই একাউন্ট খুলতে পারবেন।
আপনি যদি একজন স্টুডেন্ট হয়ে থাকেন এবং ব্র্যাক ব্যাংকে একাউন্ট খুলতে চান, তাহলে আগামী সেভার্স স্টুডেন্ট একাউন্ট আপনার জন্য। কিভাবে একাউন্ট খুলতে হবে, কি কি কাগজপত্র লাগবে এবং কত টাকা লাগবে বিস্তারিত জানতে পারবেন এই পোস্টে।
ব্র্যাক ব্যাংক স্টুডেন্ট একাউন্ট
ব্র্যাক ব্যাংক থেকে স্টুডেন্টদের জন্য রয়েছে বিশেষ ধরনের একাউন্ট। ব্র্যাক ব্যাংক থেকে এই একাউন্টকে আগামী সেভার্স একাউন্ট বলা হয়ে থাকে। ছেলেদের জন্য “আগামী সেভার্স” এবং মেয়েদের জন্য “তারা আগামী সেভার্স” । ফ্রি ডেবিট কার্ড, ফ্রি এটিএম থেকে টাকা উত্তোলন, জিরো একাউন্ট মেইন্টেনেন্স চার্জ, একাউন্ট ব্যালেন্সের উপর ইন্টারেস্ট প্রদান সহ আরও অনেক সুবিধা পাওয়া যায় এই একাউন্টে।
ছেলে স্টুডেন্টরা ব্র্যাক ব্যাংক আগামী সেভার্স(AGAMI SAVERS) এবং মেয়েরা তারা আগামী সেভার্স(TARA AGAMI SAVERS) একাউন্ট অনলাইনে eKYC এর মাধ্যমে কিংবা সরাসরি ব্র্যাক ব্যাংকের যেকোনো ব্রাঞ্চে গিয়ে একাউন্ট খুলতে পারবেন। একাউন্ট খোলার নিয়ম নিচে আরও বিস্তারিত আলোচনা করা হয়েছে।
ব্র্যাক ব্যাংক স্টুডেন্ট একাউন্ট খুলতে কি কি লাগে
ব্র্যাক ব্যাংকে স্টুডেন্ট একাউন্ট খুলতে বেশ কিছু ডকুমেন্ট প্রয়োজন হয়। অনলাইনে eKYC এর মাধ্যমে একাউন্ট খুলুন কিংবা সরাসরি ব্র্যাক ব্যাংকের ব্রাঞ্চে গিয়ে একাউন্ট খুলুন না কেন, এসব ডকুমেন্ট অবশ্যই জমা দিতে হবে। একাউন্ট খুলতে যা যা লাগবে —
- ভোটার আইডি কার্ডের ফটোকপি
- পাসপোর্ট সাইজের রঙিন দুই কপি ছবি
- নমিনির ভোটার আইডি কার্ডের ফটোকপি
- নমিনির এক কপি রঙিন ছবি
- ইউটিলিটি বিলের কপি(বিদ্যুৎ/পানি/গ্যাস)
- স্টুডেন্ট আইডি কার্ডের ফটোকপি
- আয়ের উৎসের প্রমাণপত্র
- আবেদনকারীর স্বাক্ষর
- সচল মোবাইল নাম্বার
- ইনস্ট্যান্ট ডিপোজিট এর টাকা
- ১৮ বছর থেকে ২৫ বছর বয়স
উপরোক্ত এই জিনিসগুলো প্রয়োজন হবে ব্র্যাক ব্যাংক আগামী সেভার্স বা তারা আগামী সেভার্স একাউন্ট খোলার জন্য। এছাড়া, আয়ের উৎসের কোনো প্রমাণপত্র না থাকলে সেলফ ডিক্লারেশন ফরম পূরণ করতে পারবেন। যদি স্টুডেন্ট আইডি কার্ড না থাকে, তবে অধ্যয়নরত প্রতিষ্ঠানের যেকোনো ডকুমেন্ট(বেতনের রসিদ/ভর্তির রসিদ) দিতে হবে।
ব্র্যাক ব্যাংক স্টুডেন্ট একাউন্ট খুলতে কত টাকা লাগে
যদি অনলাইনে eKYC করে একাউন্ট খোলা হয়, তাহলে ইনস্ট্যান্ট ডিপোজিট এর টাকা প্রয়োজন হবেনা। তবে, ব্র্যাক ব্যাংকের বিভিন্ন ব্রাঞ্চভেদে ১ হাজার টাকা থেকে শুরু করে ৫ হাজার টাকা অব্দি চাওয়া হয় একাউন্ট খোলার জন্য। এই টাকা আপনার ব্যাংক হিসাবে জমা থাকবে।
অর্থাৎ, স্টুডেন্ট একাউন্ট খোলার জন্য উক্ত পরিমাণ টাকা ডিপোজিট করতে হয়। তবে, ব্রাঞ্চভেদে এই ডিপোজিট এর পরিমাণ কমবেশি হতে পারে। এছাড়া, আপনি চাইলে অনলাইনেই কোনো ইনস্ট্যান্ট ডিপোজিট এর টাকা ছাড়াই একাউন্ট খুলতে পারবেন। ডিপোজিট এর টাকা ছাড়া একাউন্ট খুলতে আর কোনো প্রকার চার্জ/ফি প্রয়োজন হবেনা।
ব্র্যাক ব্যাংক স্টুডেন্ট একাউন্ট খোলার নিয়ম
ব্র্যাক ব্যাংক স্টুডেন্ট একাউন্ট দুই পদ্ধতিতে খুলতে পারবেন। সরাসরি ঘরে বসে অনলাইনে একাউন্ট খুলতে পারবেন কিংবা ব্র্যাক ব্যাংকের যেকোনো ব্রাঞ্চে কাগজপত্র নিয়ে গিয়ে একাউন্ট খুলতে পারবেন। আগামী সেভার্স এবং তারা আগামী সেভার্স একাউন্ট খোলার দুইটি পদ্ধতিই নিচে আলোচনা করা হয়েছে।
অনলাইনে স্টুডেন্ট একাউন্ট খোলার নিয়ম
অনলাইনে ব্র্যাক ব্যাংক স্টুডেন্ট একাউন্ট খুলতে গুগল প্লে স্টোর থেকে Brac Bank Astha App ডাউনলোড করে নিন। অ্যাপটি ইনস্টল করার পর ওপেন করুন। এরপর, Open a Bank Account অপশনে ক্লিক করবেন।
তাহলে, আপনার ফোনের ব্রাউজারে রিডাইরেক্ট করে নিয়ে যাবে। এরপর, এখানে ব্র্যাক ব্যাংক একাউন্ট খোলার একটি ফরম পাবেন। যথাযথ তথ্য দিয়ে এই ফরম পূরণ করতে হবে। ব্যাংক একাউন্টের ধরন থেকে আপনি ছেলে হলে AGAMI SAVERS সিলেক্ট করবেন। মেয়ে হলে TARA AGAMI SAVERS সিলেক্ট করবেন।
ভোটার আইডি কার্ডের দুই সাইডের ছবি আপলোড করতে হবে। নমিনির ভোটার আইডি কার্ডের দুই সাইডের ছবিও আপলোড করতে হবে। আপনার নিজের ছবি এবং নমিনির ছবি আপলোড করবেন। এরপর, ইউটিলিটি বিলের কপির একটি ছবি আপলোড করবেন। এছাড়া, যেসব ডকুমেন্ট চাওয়া হবে সেগুলো সব আপলোড করবেন।
ইনকাম এর প্রুফ চাইলে SELF DECLARATION ফরম পূরণ করতে পারেন। এছাড়া, আপনার ভোটার আইডি কার্ড অনুযায়ী সকল তথ্য পূরণ করবেন। বর্তমান এবং স্থায়ী ঠিকানা অবশ্যই সঠিকভাবে পূরণ করতে হবে। এরপর, একাউন্ট খোলার ফরমটি সাবমিট করতে হবে। সাবমিট করার সাথে সাথেই আপনার মোবাইলে এসএমএস এ আপনার ব্যাংক একাউন্টের নাম্বার পেয়ে যাবেন।
এর কিছুদিন পর আপনাকে ব্যাংক থেকে কল করা হলে ব্যাংকে গিয়ে সিগনেচার আপডেট করবেন এবং আরও কোনো ডকুমেন্ট চাইলে সেসব জমা দিয়ে আসবেন। তাহলে, কয়েকদিন পর আপনার ডেবিট কার্ড সংগ্রহ করতে পারবেন। এই পদ্ধতিতে অনলাইনে ব্র্যাক ব্যাংক স্টুডেন্ট অ্যাকাউন্ট খুলতে পারবেন খুব সহজেই।
ব্রাঞ্চ থেকে ব্রাক ব্যাংক স্টুডেন্ট একাউন্ট খোলার নিয়ম
ব্র্যাক থেকে ব্র্যাক ব্যাংক স্টুডেন্ট একাউন্ট খোলার জন্য শুরুতেই প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করুন। উপরে উল্লিখিত তালিকাটি অনুসরণ করে যেসব ডকুমেন্ট চাওয়া হয়েছে, সেসব ডকুমেন্ট সংগ্রহ করে যেগুলো ফটোকপি করতে হবে, সেগুলো ফটোকপি করে নিন।
কাগজপত্রগুলো রেডি হয়ে গেলে আপনার নিকটস্থ ব্র্যাক ব্যাংকের ব্রাঞ্চে যেতে হবে। সেখানে গিয়ে দায়িত্বরত কাউকে জানাতে হবে যে আপনি ব্র্যাক ব্যাংক স্টুডেন্ট একাউন্ট খুলতে চান। অতঃপর, তারা আপনার নাম, শিক্ষা প্রতিষ্ঠানের নাম জানতে চাইবে। এছাড়া, আপনার ডকুমেন্টগুলো চাইতে পারে।
যথাযথ তথ্য দিতে হবে। অতঃপর, তারা ব্যাংক একাউন্ট খোলার ফরমটি নিজে পূরণ করে দিতে পারে কিংবা আপনাকে পূরণ করার জন্য দিতে পারে। ফরমটি যথাযথ তথ্য দিয়ে পূরণ করতে হবে এবং সিগনেচার করতে হবে। এরপর, ছবি এবং অন্যান্য ডকুমেন্ট ভালো করে ফরমের সাথে সংযুক্ত করতে হবে।
যদি ব্যাংক থেকে ইনস্ট্যান্ট ডিপোজিট এর টাকা জমা দিতে বলে, তাহলে টাকা জমা দিবেন। এরপর, একাউন্ট খোলার ফরমটি জমা দিবেন। এই পদ্ধতিতে ব্র্যাক ব্যাংক স্টুডেন্ট একাউন্ট খুলতে পারবেন যেকোনো ব্রাঞ্চ থেকে। একাউন্ট খোলা হলে এসএমএস এ আপনার ব্যাংক একাউন্টের নাম্বার পেয়ে যাবেন। কিছুদিন পর আপনার ডেবিট কার্ডটি সংগ্রহ করতে পারবেন।
উপরে উল্লিখিত এই দুইটি পদ্ধতি অনুসরণ করে ব্র্যাক ব্যাংক স্টুডেন্ট একাউন্ট অনলাইনে কিংবা ব্রাঞ্চে থেকে খুলতে পারবেন এবং লেনদেন করতে পারবেন অনায়াসেই।
শেষ কথা
ব্র্যাক ব্র্যাক স্টুডেন্ট একাউন্ট খোলার নিয়ম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে এই পোস্টে। অনলাইনে এবং সরাসরি ব্রাঞ্চ থেকে কিভাবে Brac Bank Student Account খুলতে হয় সেটিই জানতে পারবেন পোস্টটি শেষ অব্দি পড়লে। এছাড়াও, যেকোনো প্রশ্ন থাকলে নিচের প্রশ্নোত্তর সেকশন দেখুন।
FAQ
বাংলাদেশে স্টুডেন্ট একাউন্ট করার জন্য সবচেয়ে ভালো ব্যাংক কোনটি?
বাংলাদেশে স্টুডেন্ট একাউন্ট করার জন্য সবচেয়ে ভালো ব্যাংকগুলো হচ্ছে ব্র্যাক ব্যাংক, ইসলামী ব্যাংক বাংলাদেশ, প্রাইম ব্যাংক, ট্রাস্ট ব্যাংক ইত্যাদি।
স্টুডেন্ট একাউন্ট খুলতে কি কি লাগে?
স্টুডেন্ট একাউন্ট খুলতে স্টুডেন্ট আইডি কার্ড, নিজের এবং নমিনির ভোটার আইডি কার্ড, নিজের এবং নমিনির ছবি, ইউটিলিটি বিলের কপি সহ কিছু ডকুমেন্ট প্রয়োজন হয়।
অনলাইনে ব্র্যাক ব্যাংক স্টুডেন্ট একাউন্ট খোলা যায়?
হ্যাঁ, ব্র্যাক ব্যাংকের আস্থা অ্যাপ ব্যবহার করে অনলাইনে স্টুডেন্ট একাউন্ট খুলতে পারবেন অনায়াসে।
ব্র্যাক ব্যাংক স্টুডেন্ট একাউন্ট খুলতে বয়স কত লাগে?
১৮ বছর বয়স থেকে ২৫ বছর বয়সের শিক্ষার্থীরা স্টুডেন্ট একাউন্ট খুলতে পারবে।
ব্র্যাক ব্যাংক স্টুডেন্ট একাউন্টের মেয়াদ কতদিন?
ব্র্যাক ব্যাংক স্টুডেন্ট একাউন্টের মেয়াদ একাউন্ট হোল্ডারের ২৫ বছর বয়স পর্যন্ত।